মেঘ বালিকা
- জি. এম দ্বীন-ইসলাম ১৭-০৫-২০২৪

এই তো সেদিন বসেছিলাম জানালার পাশে,
অঝোর শ্রাবন রাতে
শ্রাবনের মেঘগুলো জড়ো হয়েছিল আকাশে।
ভাবছিলাম তার কথা,
আমি একা, সঙ্গে কেউ ছিল না,
গভীর নিদ্রায় ছিল নগরী
সে পেয়েছিল নিরবতার দেখা।

কেন জানি হঠাৎ মনে হলো
আমার কাছে এসে বলল, “ কি ভাবছ?”
হেঁসে বললাম, “ তোমার কথাটি” ।
আবার যেন হারিয়ে গেল সে
হাঁ, আমি মেঘ বালিকার কথা বলছি,
বারবার সে দেখে দেয়,
আবার মেঘের কোলেই
সে লুকাতে চায়।
আমি তাকে কাছে ডাকলাম
অন্ধকারে তার হাত ধরে বললাম,
“লুকিও না, ভয় নেই, আশ্রয় দেব।”

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

ripon
০৪-০৪-২০১৫ ০০:১২ মিঃ

ভালো লাগলো ভাই। শুভেচ্ছা নেবেন।